কোথায় পরীক্ষা দিব IDP নাকি British Council.

সবারই খুব কমন একটা প্রশ্ন থাকে, British Council-এ এক্সাম দিব না কি IDP-তে!?



আমি British Council এবং IDP দুইটাতে এক্সাম দিছি।

British Council থেকে রেজাল্ট ছিল-

Listening: 6.5

Reading: 5

Writing: 6

Speaking: 6

Overall: 6

শুধুমাত্র রিডিং-এ 5 আসার কারণে আবার পরীক্ষা দিছি IDP তে, তখনকার রেজাল্ট হচ্ছে-

Listening: 6

Speaking:6

Reading: 6

Writing: 6

Overall: 6

অর্থাৎ কোনও পার্থক্য নেই, সম্পূর্ণ প্রশ্নের ওপর ডিপেন্ড করে আপনার পরীক্ষা কেমন হবে। 

আপনি যেটায় ইচ্ছা সেইটাতেই পরীক্ষা দিতে পারবেন। পার্থক্যগুলো হচ্ছে:

১. British Council-এ আপনি আগেই আপনার স্পিকিং এর ডেইট নিতে পারবেন নিজের ইচ্ছেমতো কিন্তু IDP-তে আপনি সেটা পারবেন না,এমনকি আপনার স্পিকিং পরীক্ষা কখন হবে সেটা আপনি ৩ দিন আগেও জানতে পারবেন না। (মাঝেমধ্যে জানা যায়)

২. British Council-এ যখন অ্যাপ্লাই করবেন তখন সাথে সাথে একটার পর একটা ইমেইল আসতে থাকবে কোথায় এক্সাম, কত তারিখ এক্সাম, টাকা পেমেন্ট হয়েছে কি না এইসব কিন্তু IDP থেকে শুধু রেজিস্ট্রেশন যে করছেন এই ই-মেইল আসবে,বাকি সবগুলো ইমেইল আসবে পরীক্ষার ২-৩ দিন আগে। 

৩. British Council-এ ডুকার আগে হাতে সেনিটাইজার দিবে বারবার, চেক করবে বেশি কিন্তু IDP-তে কম চেক করবে।

৪. British Council-এ একটা কলম, ৩টা পেন্সিল, রাবার, কাটার দিবে কিন্তু IDP-তে দিবে ১টা পেন্সিল, রাবার, কাটার। 

৫. British Council-এ এক্সাম দিলে ১ সপ্তাহের ভেতর আপনার সার্টিফিকেট আপনার ঠিকানায় পাঠিয়ে দিবে,অফিস থেকেও কালেক্ট করতে পারবেন কিন্তু IDP-তে তাদের অফিসে গিয়ে আপনার সার্টিফিকেট আনতে হবে। (অনেকে কমেন্টে বলতেছে তারাও নাকি পাঠিয়ে দেয়)

৬. IDP সার্টিফিকেট একবার হারিয়ে গেলে বা নষ্ট হলে আরেকবার ফ্রি-তে দেয়। British Council-এ সম্ভবত এই সুবিধাটা নেই। (সিউর না)

মোটামুটি এইগুলো পার্থক্যই আমি দেখতে পেয়েছি। আশা করি, আপনাদের এবার কনফিউশন দূর হবে।

Previous Post Next Post