IELTS কিভাবে শুরু করবো পার্ট-১

 আসসালামুয়ালাকুম!  অনেকে প্রশ্ন করে থাকেন যে,

১. IETS কিভাবে শুরু করবো? 

২. কোন কোন বই কিনবো, Playlist কোথায় পাবো? 

৩. Listenig, Readiing, Written,Speaking এর মধ্যে কোনটা আগে শুরু করবো? 

৪. Listenig, Readiing, Written,Speakingএর Tips দেন ..... etc etc

তো আমি IELTS journey তে যা যা শিখেছি বা জানতে পেরেছি তা আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আপনারা কতটুকু উপকৃত হবেন তবে আমার ভুল ত্রুটি গুলো ক্ষমা করবেন।



✅ Book list:- 

1/ Cambridge the Official Guide to IELTS

2/ Cambridge 10 to 18

3/ Makkar Speaking

4/ Makkar Writing (task 1 + 2)

5/ Simon Speaking and Writing

6/ Rachel Mitchell Writing

✅ Free YOUTUBE Resources : 

1. Bangla Ielts 

2. Asad Yaqub,

3. Ielts liz,

4. 4. English Speaking Success (keith)

✅ Basic Grammar : 

1. Parts of Speech, 2. Tense, 3. Competing Sentence.( At least এগুলো clear করেন রাখবেন )

🔹Youtube থেকে Bangla Ielts প্রতিটা মডিউলের part by part এর ভিডিও দেখেন তারপর ক্যামব্রিজ থেকে ওই মডিউলর সলভ করার চেষ্টা করেন ( ধরেন প্রথম দিন listening এর gap fill এর সব ভিডিও দেখে রাতে প্রেকটিস করবেন, পরের দিন maps , তার পরের দিন heading-matching...এভাবে listening সব part শেষ হলে পুরো একটা listening exam দিয়ে দিবেন অনুরূপ ভাবে reading ও শেষ করবেন)। এভাবে আপনি practice শুরু করেন।(comment এ playlists দেওয়া আছে)

Ex: Listening > Reading > Writing (speaking এই 3ta sector/modules চলাকালীন  practice করবেন )

⭕ LISTENING TIPS :

Tips 1: আপনার favorite English movie টা start করবেন,  then মুভির subtitle এ দেখবেন আর actor/actressরা কিভাবে pronunciation করছে সেটায় main focus দিবেন। আর তাদের dialogue এর meaning গুলো বোঝার চেষ্টা করবেন।

Tips 2: কিছু negative word আছে যেমন: But, Won't, Don't ,However, Opposite etc etc negative word.  এগুলো তে অনেক careful থাকবেন, cause এগুলো পুরো sentence এর meaning changes করে দেয়।

Tips 3: mcq তে একটা জিনিস মনে রাখবেন, যে জিনিস নিয়ে বেশি বক-বক করবে সেই option কখোনোই answer হবে না।(next time খেয়াল করে দেইখেন )

Tips 4: part/section 4 এ যখন fill in the gaps এ speaker টানা অনেক কথা spped এ বলতে থাকে, তখন মাঝে মাঝে আপনার concentration হারায় ফেললে track ভুলে যাবেন। তাই part 4 এ আগেই থেকে gaps এর আগে কিছু  word mark করে রাখবেন যাতে যখনেই ঐ word pronouncing করলে আপনি সহজেই track টা  খুজে পান।

⭕ SPEAKING TIPS :

Tips 1: আজকে থেকেই বাসার সবার সাথে এবং বন্ধুদের সাথেও English এ কথা বলা শুরু করে দেন।  বন্ধুদের সাথেও  আর এমন একজনকে খুঁজেন যে আপানার থেকে English এ  অনেক ভালো fluency তে কথা বলতে পারে।

Tips 2: আপনার favorite English movie টা start করবেন,  then মুভির subtitle খেয়াল করবেন আর  actor/actress রা কিভাবে সেটা pronunciation করছে সেটায় focus দিবেন, আর তার সাথে সাথে আপনিও সেভাবে বলার চেষ্টা করবেন.

Tips 3: spelling এর জন্য যদি আমার experience  শেয়ার করি তাহলে বলবো যে যখন study করবেন তখন full concentration দিতে হবে, আর পাশাপাশি ও spelling ট বারবার খাতায় লিখবেন তাহলে ইনশা'আল্লাহ আপনার spelling mistake কম হবে। এই spelling এর জন্য অনেকে Listening and Reading এ অনেক নাম্বার কম পায়।

⭕ Writing  Tips:

Sample porben beshi beshi...Kom pokke 5ta writing essay pore shekan theke protidin akta likben...Matay kono own idea ashe na..No problem deke deke liken but buje likte hobe..Kichudin airokom korte paren..improve hobe InshaAllah.. Akta kota matay rakben joto beshi brain a input korben toto output ashbe..so beshi beshi sample pora uchit

(© একজন আপুর comment থেকে copy করা)

আর হাতে সময় অল্প থাকলে  বিপদে পড়লে template use কইরেন। ❎

⭕Reading Tips:

Tips Infinity:বেশি বেশি প্র্যাকটিস রাশেদ ভাইয়ের ভিডিও দেখেন। এর উপর আর কোনো টিপ্স নেই।

True False Tips :

~  অর্ধেক বলসে আর অর্ধেক বলে নাই = Not given

~ অর্ধেক বলসে আর অর্ধেক ভুল বলসে = False

🔰 At the end, দয়া করে ৩ টা হলেও মক পরিক্ষা দিন। রেজাল্ট কি আসে সেটা নিয়ে টেনশন করবেন না। মক আপনার পরিক্ষা হলে flexible and nervousness রাখবে। (আমার মত মক না দিয়ে পরিক্ষায় বসবেন না 🫥)

 🔹আর পরিক্ষার  1-1.5 মাস আগের একটা Routine শেয়ার করলাম :-

সকালে ঘুম থেকে উঠেই 2 ta Listening করবেন cause তখন mind অনেক fresh থাকে। Then দুপুরে 1ta Reading করবেন, বিকালে আবার একটা Listening & Reading, সন্ধ্যার পর 1ta Written আর রাতের বেলায়  Speaking practice করবেন।


Previous Post Next Post